Site icon অবিশ্বাস

অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা

২০১৩ সালে ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন শুরু হলে সিলেটেও গণজাগরণ মঞ্চ গড়ে তোলা হয়; অনন্ত বিজয় দাশ ছিলেন এর অন্যতম উদ্যোক্তা।

৩১ বছর বয়সী অনন্ত অভিজিতের ব্লগ মুক্তমনায় লেখার পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগসহ অনলাইনে সাম্প্রদায়িকতাবিরোধী ও যুক্তিনির্ভর লেখালেখি করতেন। অনন্তের সম্পাদনায় সিলেট থেকে বিজ্ঞান বিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’ প্রকাশিত হয়ে আসছিল। ‘সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়’, ‘জীববিবর্তন সাধারণ পাঠ’, ‘ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’ শিরোনামে তিনটি বইও রয়েছে তার।

জঙ্গীদের কাছ থেকে রেহাই পাননি তিনিও। ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পরে সিলেট নগরের সুবিদবাজারের নূরানি আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

Exit mobile version