Site icon অবিশ্বাস

অনাড়ম্বর পূজা উদযাপনের সিদ্ধান্ত সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে সমাবেশ

সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অনাড়ম্বর দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহীতে আদিবাসিদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলা পূজা উদযাপন কমিটির এক জরুরি সভা গতকাল শুক্রবার পালং হরিসভায় অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি দিলীপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে আসন্ন দুর্গাপূজা অনাড়ম্বরপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জিতেন্দ্র নাথ রায়, শ্যামসুন্দর দেবনাথ, শঙ্কর প্রসাদ চৌধুরী প্রমুখ। যশোর অফিস জানায়, সচেতন ছাত্র সমাজের উদ্যেগে গতকাল শুক্রবার স্থানীয় শিল্পকলা একাডেমীতে জয়দেব গাইনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র নেতৃত্ববৃন্দ সংখ্যালঘুদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। নেতৃত্ববৃন্দ একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্ববৃন্দ স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রনালয়ের যমুনা সেতু বিভাগের উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রতিমন্ত্রী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূজা উদযাপনের আহ্বান জানান। পূজা উদযাপন পরিষদের নেতৃত্ববৃন্দ বলেন, তারা কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের সিদ্ধান্ত মেনে অনাড়ম্বর পূজা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায়, গৌর গোপাল প্রমুখ। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা জানান, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বোয়ালমারী পূজা উদযাপন কমিটি অনাড়ম্বর পূজা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী অফিস জানায়, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের এক জরুরি সভা পরিষদের সভাপতি অনিল মারান্ডির সভাপতিত্বে গতকাল শুক্রবার রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন পরবর্তী আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর বিশেষ মহলের হামলার ঘটনা পর্যালোচনা করে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন বলেন, গোদাগাড়ীর বাংধারা গ্রামের সন্ত্রাসীরা আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। লালপুরে সংখ্যালঘুদের ওপর হামলা ও হুমকির ঘটনা বেড়েছে। এছাড়া দিনাজপুর ও নওগাঁতেও আদিবাসীদের হুমকি দেওয়া হচ্ছে। আদিবাসী নেতারা সভায় জানান, নওগাঁর ভীমপুরে নিহত আলফ্রেড সরেনের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি দিচ্ছে।

প্রথম আলো, ২০ অক্টোবর ২০০১

Exit mobile version