২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বুধবার মিরপুরের একটি বাড়িতে অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাত জঙ্গি নিহত হয়। ওই বিস্ফোরণের কারণে ছয় তলা ভবনটির পঞ্চম তলার মেঝেতে সৃষ্টি হয়েছে চার বর্গফুট মাপের একটি গর্ত, যেখান দিয়ে চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে।
বুধবার সকাল থেকে ওই ভবনে তল্লাশির পর র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিকালে সাংবাদিকদের সামনে এসে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ছয়তলা ভবনটির নিচ থেকে তল্লাশি চালিয়ে পঞ্চম তলা পর্যন্ত পৌঁছেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড ও ফায়ার সার্ভিস সদস্যরা।
“জঙ্গি আবদুল্লাহ যে বাসায় ছিল, সেখানে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে। সাতটি স্কাল দেখে আমরা মনে করছি, সাতজনের লাশ সেখানে রয়েছে। জঙ্গি নিজেই বিস্ফোরণ ঘটায় এবং তাতে তারা নিহত হয়।”
র্যাবের ধারণা অনুযায়ী, ওই সাতজন হলেন সন্দেহভাজন জেএমবি সদস্য আবদুল্লাহ, তার দুই স্ত্রী নাসরিন ও ফাতেমা, তিন থেকে নয় বছর বয়সী দুই ছেলে ওমর ও ওসামা এবং আবদুল্লাহর দুই কর্মচারী।