Site icon অবিশ্বাস

আনিসুল হকের অন্ধকারের একশ বছর

১৯৯৫ সালে আনিসুল হকের অন্ধকারের একশ বছর বইটি ধর্মীয় মৌলবাদীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ২০১০ সালে সন্দেশ প্রকাশনী থেকে  প্রকাশিত আনিসুল হকের বইটিতে ‘ছহি রাজাকারনামা’ ছাড়াও ‘আইয়ামে জাহেলিয়াত’, ‘নমিনেশন ইন্টারভিউ গাইড’সহ কয়েকটি লেখা প্রকাশিত হওয়ায় মৌলবাদীরা আবার হুমকি ধামকি শুরু করেন। অবশেষে আনিসুল হক আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমার নিজের পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফকে ব্যঙ্গ করার বা প্যারোডি করার প্রশ্নই আসে না। কোরআন শরিফ ছন্দ ও অন্তমিল দিয়ে লিখিত। আমার এ লেখাটির কোথাও ছন্দ ও অন্তমিল নেই।’ তিনি বলেন, ‘তারপরও যদি কেউ এ লেখাটি পড়ে আহত বোধ করেন, তাহলে আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী এবং আমার ক্ষমা প্রার্থনা হচ্ছে মহান আল্লাহর কাছে।’

Exit mobile version