Site icon অবিশ্বাস

বুয়েটের ছাত্রকে আরিফ রায়হান দ্বীপকে কুপিয়েছে ধর্মীয় সন্ত্রাসীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ রায়হানকে ৯ এপ্রিল মঙ্গলবার হলের কক্ষে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

 

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
বুয়েটের কবি নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকেন আরিফ। তাঁর সহপাঠীরা দাবি করেন, বেলা ১১টার দিকে তিন-চারজন পাঞ্জাবি পরা লোক তাঁর কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। শিবির বা হেফাজতে ইসলামের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, আরিফের পিঠে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সক পিযুষকান্তি মিত্র জানিয়েছেন, আরিফের মাথায় দুটি ও পিঠে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আঘাতে বাম চোখ উঠে গেছে। তাঁর প্রায় ৫০টি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম।

প্রথম আলো

Exit mobile version