Site icon অবিশ্বাস

আলফাডাঙ্গায় ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে ৭ম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণির এক নামে এক ছাত্রের বিরুদ্ধে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ২৪ জুলাই শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি করে আরিফুজ্জামান চাকলাদার নামে এক স্থানীয় গণমাধ্যমকর্মী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আসামি উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা। ঈদুল আজহার আগের রাতে সে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বন্য প্রাণীর ছবির ওপর ঈদ মোবারক লিখে পোস্ট দেয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলী গ্রামের আরিফুজ্জামান চাকলাদার আপেল বাদী হয়ে ওই মামলা করেন।

আলফাডাঙ্গা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পলাতক রয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে।

কালের কণ্ঠ

Exit mobile version