Site icon অবিশ্বাস

আশাশুনিতে ঘের নিয়ে হাঙ্গামা, ৩ মহিলাকে আটকে রাখা হয় ইউপি কক্ষে

আশাশুনিতে একটি ঘেরের জমি নিয়ে বিরোধের জের হিসেবে গতকাল শনিবার তিন মহিলাকে মারপিট করে প্রতিপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ৬ ঘণ্টা আটকে রাখে। পুলিশ পরে তাদের উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনির বাহাদুরপুর গ্রামে ২৭ শতাংশ জমিতে চিংড়ি চাষ হয়ে আসছে। ওই জমির মধ্যে স্থানীয় শহিদুল ইসলাম ও আবদুল মজিদের জমি আছে এই দাবিতে কিছু লোক গতকাল সেখানে হামলা করে। এতে ঘের কর্মচারী পাটেশ্বরী (৬০), দুর্গা দাসী (৬৫) ও মায়ারানী (৩৫) আহত হয়। হামলাকারীরা তাদেরকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। সকাল ৭টার দিকে সংঘটিত এই ঘটনার পর দুপুর ১ টায় পুলিশ তাদের উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আলী নামক এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভোরের কাগজ, ২৬ মে ২০০২

Exit mobile version