Site icon অবিশ্বাস

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত

ঢাকার আশুলিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। ২২ জুন সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফ হোসেনের ভাড়া বাড়ির তৃতীয় তলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীর ভাষ্য।

 

নিত রায়হান সরকার (৪০) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা।

পুলিশ বলছে, রায়হানের বিরুদ্ধে দেশেরে বিভিন্ন থানায় প্রায় ১১টি মামলা রয়েছে। রায়হান ট্রান্সপোর্টের ব্যবসা করত। ট্রান্সপোর্টের চোরাই গাড়ি দিয়েই বিভিন্ন সময় ফলের গাড়ি বা সবজির গাড়িতে মাদকের চালান নিয়ে আসতো।

মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্খলে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি পের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে রায়হান। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে রায়হান বাড়ির ভেতরেই মারা যায়।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা, দুই রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version