Site icon অবিশ্বাস

আশুলিয়া প্রেসক্লাবে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

সাভারের আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর আগে ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয়কে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি।চার দিনের মাথায় এ ঘটনা ঘটলো।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবে ১৫ থেকে ২০ জন সাংবাদিক আলাপচারিতার সময় এই ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

প্রেসক্লাবে থাকা সাকিল ও তনয় নামের ক্যামেরাম্যান জানান, আমরা প্রেসক্লাবে কেরাম খেলছিলাম হঠাৎ পরপর দুইবার বিকট আওয়াজ হয়। পরক্ষণেই ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো প্রেসক্লাব চত্বর। পরে বাহিরে এসে ধোয়া কমে যাওয়ার পর পুরনো সংবাদের কাগজে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখা য়ায়। এর চারপাশে স্প্রিন্টার ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।

যমুনা টিভির জেলা প্রতিনিধি (সাভার) মাহফুজুর রহমান নিপু জানান, আমরা মনে করছি অবশ্যই এটি পরিকল্পিত। প্রেসক্লাবের সিসি ক্যামেরা আকাশের দিকে উল্টানো ছিল।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, প্রেসক্লাবে দুটি ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ হয়েছে। পরপর দুটি বিকট শব্দ হয়েছে। তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর) সাংবাদিক মোজাফফর হোসেন জয়কে হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি। পরে এদিনই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব-ব্যুরো প্রতিনিধি মোজাফফর হোসাইন জয়।

বার্তা টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version