Site icon অবিশ্বাস

আহমদ শফী-আজহারীকে নিয়ে কথিত কটূক্তির অভিযোগে মাওলানা আল কাদেরী ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

হেফাজতে ইসলামের আমির আহমদ শফী,  মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন আলেমকে নিয়ে কথিত কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১২ জানুয়ারি রোববার এ সংক্রান্ত শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হেলাল উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মজনু মিয়া বলেন, আমরা মামলার তদন্তের জন্য নূরে বাংলার ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি মাহফিলে মাওলানা মাহবুবুল হক আল কাদেরী শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশের কয়েকজন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে তাঁর নিজস্ব মত প্রকাশ করেন।

এ ঘটনায় হেফাজতে ইসলামের সাতকানিয়ার উপজেলা আমির মাওলানা আবদুল মোবিন গত মঙ্গলবার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ওই মামলায় নূরে বাংলাকে একই দিন রাতে উপজেলার মৌলভীর দোকান থেকে গ্রেফতার করে পুলিশ।

যুগান্তর

Exit mobile version