Site icon অবিশ্বাস

আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শামীম মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৩০ আগস্ট সোমবার অভিযোগ দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মৃত আসকর আলীর ছেলে।

আড়াইহাজার থানায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজেই সোমবার অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, গত ২৫ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে সেখান থেকে জোর করে শৌচাগারে নিয়ে যান অভিযুক্ত। সেখানে জোরপূর্বক ধর্ষণ কর হয়। চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বাহির থেকে আসতে দেরি হওয়ায় স্বামী খুঁজতে আসলে অভিযুক্ত শামীম ও তার সহযোগী আনোয়ার দৌড়ে পালিয়ে যান। পরে প্রধান আসামি শামীমকে পুলিশ গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করেছি। বাকিদেরও দ্রুত গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

কালের কণ্ঠ

Exit mobile version