Site icon অবিশ্বাস

আ. লীগে যোগদানকারী জামায়াত নেতাকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারের রামুতে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী জামায়াত নেতা মওলানা মোক্তার আহমেদকে সমাবেশে উপস্থিত জনতার কাছে নৌকা মার্কায় ভোট চাইতে অনুরোধ করা হয়। কিন্তু, মোক্তার কৌশলে সে অনুরোধ প্রত্যাখ্যান করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। এর কিছুক্ষণ পর তারা মোক্তার হোসেনের ওপর হামলা করেন।

এ নিয়ে রাত সাড়ে ৮টার দিকে মোক্তার হোসেনের সমর্থক ও আওয়ামী লীগের অপর একটি পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। এক পর্যায়ে মোক্তার হোসেনের সমর্থকরা রামু ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন রাসেলকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যান।

গুরুতর আহত অবস্থায় তাজউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেইলি স্টার

Exit mobile version