Site icon অবিশ্বাস

আ.লীগ নেতার বিরুদ্ধে বিআইডব্লিউটিসির কর্মীদের মারধরের অভিযোগ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে চাহিদামতো গাড়ির টিকিট না পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

 

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ ঘটনার প্রতিবাদে বিআইডব্লিউটিসির কর্মচারীরা প্রায় পৌনে এক ঘণ্টা ফেরির টিকিট দেওয়া বন্ধ রাখেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী একজনকে দিয়ে গাড়ির টিকিট আনতে কাউন্টারে পাঠান। ওই গাড়ির টিকিটটি ভুলবশত অপর এক ব্যক্তির হাতে চলে যাওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাজির হন জাহাঙ্গীর চৌধুরী ও তাঁর ছেলে সোহেল রানা চৌধুরী। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শেষে সমঝোতা হয়।

এরপর সকাল আটটার দিকে বিআইডব্লিউটিসির সাত-আটজন কর্মচারী একত্রে কাউন্টার থেকে ৩০ গজ দূরের একটি হোটেলে নাশতা করতে যান। পথে জাহাঙ্গীর চৌধুরীর কার্যালয়ের সামনে পৌঁছামাত্র জাহাঙ্গীর, তাঁর ছেলে সোহেল রানা চৌধুরীসহ চার-পাঁচজন মিলে লোহার রড, স্টিলের পাইপ, কাঠের খড়ি নিয়ে অতর্কিত বিআইডব্লিউটিসির কর্মীদের ওপর হামলা চালান। এতে উচ্চমান সহকারী মাহমুদ হোসেন (৪২), টার্মিনাল সহকারী এনামুল হোসেন (৩১), টার্মিনাল তত্ত্বাবধায়ক আরাফাত হোসেন (৩৭) ও টার্মিনাল তত্ত্বাবধায়ক নাজমুল হোসাইন (৩০) আহত হন। খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কাউন্টার থেকে ফেরিতে ওঠার গাড়ির টিকিট দেওয়া বন্ধ রেখে প্রতিবাদ জানান বিআইডব্লিউটিসির কর্মীরা। প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধের পর সকাল নয়টায় পুনরায় টিকিট দেওয়া শুরু করেন।

আহত মাহমুদ হোসেনের অভিযোগ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী দলীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দালালদের নেতৃত্ব দিচ্ছেন। ছেলে সোহেল রানা চৌধুরী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গাড়ি বুকিংয়ের দাবি জানান। বিনিময়ে চালকদের থেকে বাড়তি টাকা আদায় করেন। বৃহস্পতিবার সকালে তাঁদের মনোনীত এক ব্যক্তি গাড়ির সহকারী পরিচয় দিয়ে টিকিট নিতে যায়। এ সময় ওই নম্বরের টিকিট ভুলবশত আরেকজনের হাতে যায়। বিষয়টি সমাধানের পর হোটেলে নাশতা করতে গেলে পথে তাঁরা অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করেন।

এ বিষয়ে জাহাঙ্গীর চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ছেলে সোহেল রানা চৌধুরী ফোন ধরেন। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কয়েক দিন আগে অতিরিক্ত টাকা নিয়ে কাউন্টার থেকে টিকিট দেওয়ার অভিযোগ পেয়ে নিউজ করতে তিনি ভিডিও করেন। এ নিয়ে তাঁরা ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার বাড়তি টাকা নিয়ে অন্য এক গাড়িচালককে টিকিট দেওয়ার কারণ জানতে চাইলে তাঁরা উল্টো হুমকি দেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে তাঁর কার্যালয়ে হামলা চালান। তাঁরা তাঁর ছোট ভাই হাসান চৌধুরীকে মারধর করে আহত করেছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আসবেন। তিনি এলে আলোচনা সাপেক্ষে মামলা করা হবে। তাঁরা সে ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল-তায়াবীর বলেন, বিআইডব্লিউটিসির চার কর্মীকে মারধরের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

প্রথম আলো

Exit mobile version