Site icon অবিশ্বাস

ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় চাঁদপুরে কিশোরীর আত্মহত্যা

ফরিদগঞ্জ উপজেলায় সাবেক প্রেমিক ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে।

 

নিহত আঁখি আক্তার (১৭) উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল মুন্নাফের মেয়ে।

নিহত কিশোরীর ফুফাতো ভাই শাহাদাত জানান, আঁখির সাথে একই উপজেলার বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী লাবু মিয়ার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি উভয়ের মধ্যে মনোমালিন্যের এক পর্যায়ে লাবু আর সম্পর্ক রাখবেন না বলে আঁখিকে জানিয়ে দেন এবং তার অশ্লীল ছবি পরিবারসহ আশপাশের লোকজনের মাঝে ও ইন্টারনেটে ছড়িয়ে দেন।

এ ঘটনায় লোকলজ্জায় বুধবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আঁখি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব জানান, খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ সদরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইউএনবি

Exit mobile version