Site icon অবিশ্বাস

ইসকন মন্দিরে হামলার পরিকল্পনাকারী ৫ জঙ্গি গ্রেপ্তার

ইসকন মন্দিরে হামলার পরিকল্পনাকারী ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল- ইসলামের সদস্য এবং টেলিগ্রাম ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহ করত।

১০ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর সবুজবাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। সংগঠনের নেতা আবু কায়সার রনির নির্দেশে গ্রেপ্তারকৃতরা ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা করছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিগ্রাম ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহ করত। জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যার পরিকল্পনা ও সমন্বয় কারী আনসার ইসলামের দাওয়াতী শাখার প্রধান নাজমুল মাধ্যমে গ্রেপ্তারকৃতরা আনসার আল ইসলামে যোগ দেয় বলেও জানায় পুলিশ।

ডিবিসি নিউজ

Exit mobile version