ঈশ্বরদী-লালপুর সড়কে সিএনজির ধাক্কায় মহসীন আলী (৬০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার(৮ মার্চ) বিকেল ৫টার দিকে গোকুলনগরের সোহেলের ধানচাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসীন আলী নাটোরের আব্দুলপুর শাহপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মহসীন আলী ভ্যানে করে ধানের গুড়া নিয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন। এ সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি সিএনজি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের ওপরে বসে থাকা মহসীন ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সে সময় গাছের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। মহসীন আলীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীতে সিএনজির ধাক্কায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস