Site icon অবিশ্বাস

উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ কর্মকার নিহত হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীর মতে, সন্ধ্যায় সেতুতে ঘোরাফেরা করছিলো দীপ ও তার সহোদর পার্থ। হঠাৎ বরিশাল থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দীপ গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

বাংলা নিউজ

Exit mobile version