Site icon অবিশ্বাস

উত্তরা গণভবনের ভাস্কর্য ভাঙচুর, ৩ যুবক আটক

প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় নাটোরের উত্তরা গণভবনের ভেতরের একটি নারী ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

 

গণভবনের নিরাপত্তারক্ষীরা ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করে সদর থানায় সোপর্দ করেন।
আটক যুবকেরা হলেন: নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা গ্রামের শিমন আলী (২২), সাইফুল ইসলাম (২০) ও শহিদুল ইসলাম (২০) ।
গণপূর্ত বিভাগ ও নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন যুবক ১৫ এপ্রিল বিকেলে দর্শনার্থী হিসেবে নাটোরের উত্তরা গণভবনের ভেতরে ঢোকেন। পরে তাঁরা মূল ভবনের ফটকে থাকা একটি নারী ভাস্কর্যের কয়েকটি অঙ্গ ভেঙে ফেলেন। সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে গিয়ে ওই তিন যুবককে শনাক্ত করে আটক করেন। খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবকদের রাতে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

গণপূর্ত বিভাগের দায়িত্বরত কর্মকর্তা আবদুস সবুর বলেন, গণভবনের প্রবেশপথে স্থাপিত ওই নারী ভাস্কর্যটি বহু পুরোনা একটি নিদর্শন। কালো পাথর দিয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। দুষ্কৃতকারীরা ভাস্কর্যটির কিছু অঙ্গ ভেঙে ফেলেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ব্যাপারে আটক যুবকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ১৬ এপ্রিল দুপুরে নাটোরের আমলি আদালতে তাঁদের হাজির করা হবে।

প্রথম আলো

Exit mobile version