Site icon অবিশ্বাস

এবার হবিগঞ্জে কালী মন্দিরের ২ প্রতিমা ভাঙচুর

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটি কালী মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুটি প্রতিমা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

২২ অক্টোবর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পরলে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতরাতে মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটিতে অস্থায়ী কালী মন্দিরের দুটি মূর্তি কে বা কারা ভেঙে দিয়েছে। দুর্বৃত্তরা মূর্তি দুটিকে টেনে মাটি ফেলে দেয়।’

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন ডেইলি স্টারকে বলেন, ‘মূর্তি ফেলে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।’

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ড হাজং বলেন, ‘আমি সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

দ্য ডেইলি স্টার

Exit mobile version