Site icon অবিশ্বাস

ওসমানীনগরে ৭৫ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ, গ্রেফতার ১

সিলেটের ওসমানীনগরে (৭৫) বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সেবুল মিয়া ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে ওই বৃদ্ধা বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। নিজ বাড়িতে তিনি একাই থাকেন। মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীদের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

যুগান্তর

Exit mobile version