Site icon অবিশ্বাস

কক্সবাজারের চকরিয়ায় মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় ৭ বছর বয়সি প্রথম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই শিশুকে ফুসলিয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাতামুহুরী নদী সংলগ্ন মিষ্টি কুমড়ার ক্ষেতের ঝোপে নিয়ে ধর্ষণ করে হুমায়ুন (২৯) নামের এক ধর্ষক।

ধর্ষণে অভিযুক্ত পলাতক হুমায়ুন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিস পাড়ার মৃত আবদুস শুক্কুরের ছেলে।

এ ঘটনার ভিকটিমের চাচা বাদী হয়ে ৪ ডিসেম্বর বুধবার রাত ৮টায় চকরিয়া থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এজাহারে হুমায়ুনকে ধর্ষক ও অজ্ঞাতনামা দুইজনকে সহযোগী আসামী হিসেবে দেখানো হয়েছে।

মামলার এজাহারে দাবী করা হয়, ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিশু ছাত্রীকে ফুসলিয়ে মাতামুহুরী নদীর তীরে মিষ্টি কুমড়া ক্ষেতের ঝোপে নিয়ে অজ্ঞাত ২ ব্যক্তির সহযোগীতায় হুমায়ুন ধর্ষণ করে। শিশু ছাত্রীর শোরচিৎকারে নিকটস্থ বাসিন্দারা এগিয়ে আসলে ধর্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়।

 

চিকিৎসা শেষে ৪ ডিসেম্বর বুধবার রাতে বাবা প্রতিবন্ধী হওয়ায় চাচা বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।

সূত্র

Exit mobile version