Site icon অবিশ্বাস

কক্সবাজারের মাতারবাড়ীতে ট্রাক উল্টে খালে, দুই শ্রমিক নিহত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সড়কে নির্মাণসামগ্রীভর্তি একটি মিনিট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল হক এ খবর জানিয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় মাতারবাড়ী সড়কের ভাঙাব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাতারবাড়ীর ফুলজান মোরা এলাকার আব্দুল করিমের ছেলে সেকান্দর উদ্দিন (২৮) ও মাঝের ডেইল গ্রামের নাছির উদ্দিনের ছেলে রিমন (২২)। মরদেহ দুটি উদ্ধার করে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

জাগো নিউজ

Exit mobile version