Site icon অবিশ্বাস

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী খুন, বরিশালে আরেক ক্যাডার জখম

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী সুজন বড়ুয়াকে (২৮) ন্ত্রাসীরা অপহরণ করে হাত-পায়ের রগ কেটে খুন করেছে। এদিকে বরিশালে ছাত্রদলের ক্যাডাররা ছাত্রলীগ ক্যাডার হেলালকে গলি করে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। দুটি ঘটনাই ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায়। কক্সবাজার প্রতিনিধি জানান, কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ কর্মী সুজন বড়ুয়াকে শহরের উল্লাপাড়া থেকে অপহরণ করে ২ কিলোমিটার দূরে বৈদ ঘোনার পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে তারা তার হাত পায়ের রগ কেটে দেয় এবং মারা গেছে মনে করে পালিয়ে যায়। রাত ৮টায় স্থানীয় কয়েকজন লোক সুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সুজন ছিল শহর ছাত্রলীগের কর্মী। স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে বরিশাল অফিস জানায়, ছাত্রলীগ ক্যাডার হেলাল উদ্দিন দীর্ঘদিন পলাতক থাকার পর দুতিন দিন আগে বরিশাল আসে। গতকাল সন্ধ্যায় সে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রবাসের সামনে গেলে কারমকুঠির এলাকার চার পাঁচ জন ছাত্রদল ক্যাডার অতর্কিতে তার ওপর হামলা করে। তারা হেলালকে ধরে ছাত্রবাসের কম্পাউন্ডে নিয়ে যায় এবং উপর্যুপরি কুপিয়ে ও পেটে গুলি করে ফেলে রেখে যায়।

প্রথম আলো, ৭ জানুয়ারি ২০০২

Exit mobile version