Site icon অবিশ্বাস

কক্সবাজারে ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন আটক

কক্সবাজার শহরতলির খুরুশকুল থেকে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক আবুল হাছন (৩৮) কক্সবাজার শহরতলির ইউনিয়নের মামুন পাড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র এবং শহরতলীর খুরুশকুল খাওয়ার পাড়ার কুতুবজুরি জামে মসজিদের মুয়াজ্জিন।

 

শিশুটি স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ৬ বছরের কন্যা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে মসজিদের পাশ দিয়ে ৬ বছরের এক শিশু কন্যা দোকানে যাওয়ার সময় ডেকে নিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিন থাকার কক্ষে নিয়ে যায় আবুল হাছন। এরপর ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়।

মঙ্গলবার সকালে ঘটনাটি শিশু তার মাকে জানায়। ওই শিশু কন্যার মা বিষয়টি পুলিশকে জানায়। খবর পাওয়ার সাথে সাথে সদর থানার এসআই শরীফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ দুপুরে গিয়ে মুয়াজ্জিন আবুল হাছনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আটক মুয়াজ্জিন বর্তমানে থানা হাজতে রয়েছে।

চ্যানেল আই অনলাইন

Exit mobile version