কক্সবাজার জেলার সর্বত্র ডাকাতি, চুরি ও ছিনতাই লেগেই রয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মারাত্মকভাবে। এমন কোন দিন নেই চুরি ডাকাতি হচ্ছে না। ডাকাতি হলেও পুলিশ মামলা নেয় চুরির ধারায়। মামলা রেকর্ড হলেও আসামী গ্রেফতার হয় না। ফলে চুরি-ডাকাতি কিছুতেই প্রতিরোধ হচ্ছে না। সোমবার দিবাগত রাতে কক্সবাজার সদরের ঈদগাঁও ইসলামপুরের হরিপুর গ্রামে দু’টি সংখ্যালঘু পরিবারের বাড়িতে ডাকাতি হয়েছে। আনুমানিক ১৫/১৬ জনের ডাকাত দল কাজল আচার্য ও দয়াল আচার্যের ঘরে একে একে দরজা ভেঙে ঢুকে পড়ে। সশস্ত্র ডাকাত দলের প্রহারে ও গুলিবর্ষণে এই দুই পরিবারের ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ। গুলিবিদ্ধ লাভলী আচার্য (১৫), বিটা (৫০), ঝিনুক (৩৫) কাজল (৫০) ও দয়ালকে (৪৫) মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দল নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
দৈনিক জনকণ্ঠ, ২৯ মে ২০০২