Site icon অবিশ্বাস

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক কারবারি’ নিহত

কক্সবাজার জেলার টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাত ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র ও দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে জাদিমুরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। সেখানে নৌকায় করে মাদকের চালান নিয়ে আসা কয়েকজন ব্যক্তি তীরে উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা গুলিবর্ষণ করেন। এতে বিজিবির তিন সদস্য আহত হন। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালালে পরিস্থিতি শান্ত হয় এবং পরে ঘটনাস্থল তল্লাশি করে দেড় লাখ ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ এক অজ্ঞাত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা এবং গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সল।

ইউএনবি

Exit mobile version