Site icon অবিশ্বাস

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ নিহত হয়েছেন।

 

র‌্যাবের দাবি নিহত ব্যক্তি কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান। এসময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব।

নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নিরু আহমেদের ছেলে।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, ‘কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে চালায় র‌্যাব-১৫। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থানে তল্লাশি করে দুটি অস্ত্র- চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল লাশ পাঠানো হয়েছে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলা ট্রিবিউন

Exit mobile version