Site icon অবিশ্বাস

কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। এ সময় ঘটনাস্থল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

রোববার (১০ মে) ভোরে উখিয়ার বালুখালী মরাগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে উখিয়ার বালুখালী ক্যাম্প-২ এর ১১ নম্বর ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ক্যাম্পের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার হয়। ক্যাম্পে মোট ৩টি ঘরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার বালুখালীস্থ মরাগাছ তলায় অভিযান যায় পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে একদল ইয়াবা কারবারি। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সময় নিউজ টিভি

Exit mobile version