Site icon অবিশ্বাস

কক্সবাজারে রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ দুপুরে আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বুধবার দিবাগত রাতে ( ১৪ নভেম্বর) কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান (৩৭) নামে এক রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

নিহত মাহমুদুল হাসান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকের আহমদের ছেলে। তাকে রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত দাবি করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, বুধবার দুপুরে আটক মাহমুদুলকে সঙ্গে নিয়ে রাত ১টার দিকে পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহমুদুলের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসির দাবি, এক পর্যায়ে মাহমুদুলের গুলি লাগলে তাকে আহত অবস্থায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাহমুদুলের বিরুদ্ধে ডাকাতি, মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার।

ইউএনবি

Exit mobile version