Site icon অবিশ্বাস

কক্সবাজারে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, প্রাণ ভয়ে ঘর ছাড়া অনেকে

সন্ত্রাসীরা কক্সবাজারের উখিয়ায় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং তাদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকাল থেকে হামলা শুরু হলে অনেক সংখ্যালঘু এলাকা ছেড়ে কক্সবাজার ও চট্টগ্রামে চলে আসে। সন্ত্রাসী হামলার শিকার এমন একজন যুবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বহিরাগতদের সহযোগীতায় সন্ত্রাসী নুরুল আলম, ফরিদ আলম, সুরুত আলম, জয়নাল আবেদীনসহ আরো কয়েকজন উখিয়ার হলদিয়া ইউনিয়নের রুমখাঁ পালং মহাজনপাড়ায় হিন্দুদের ওপর হামলা চালায়। নৌকা প্রতীকে ভোট দিয়েছে এই অভিযোগ তুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কয়েকটি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। নারী শিশুসহ সবার ওপর নির্যাতন চালায়। সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে বলে, হিন্দুরা এখন আর বাংলাদেশে থাকতে পারবে না। আর যারা নরসুন্দর পেশায় নিয়োজিত তাদের শেভ করতে দুই টাকা চুলকাটা বাবদ তিন টাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রথম আলো, ৪ অক্টোবর ২০০১

Exit mobile version