Site icon অবিশ্বাস

কবিরহাটে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মো. মাওলা (৩০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলা উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে। আহতরা হলেন-মোহাম্মদ উল্যা (৫০), নজরুল ইসলাম (২৪), কালা মিয়া (৬০), আবু সায়েদ (২০) ও কামাল উদ্দিন (৫০)।

স্থানীয়া বাংলানিউজকে জানান, সকালে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সুন্দলপুর থেকে কবিরহাট শহরে আসছিল। পথে দৌলতপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকাশার যাত্রী মাওলা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরো পাঁচ যাত্রী।

সূত্রঃ বাংলানিউজ

Exit mobile version