Site icon অবিশ্বাস

কলাপাড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানার পুলিশ। তবে ঘটনার মূল হোতা প্রেমিক ফরহাদ পালিয়ে গেছে।

কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় ফরহাদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে একটি মামলা হয়েছে। পুলিশ ওই রাতে কবির ও আল-আমিনকে গ্রেফতার করে। ভিকটিম কিশোরী পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ওই কিশোরীর প্রতিবেশী কবির হাওলাদারের বাড়িতে বাগেরহাটের শরণখোলা উপজেলার মনির খানের ছেলে ফরহাদ কয়েক দিন আগে বেড়াতে আসে। পাশাপাশি বাড়ি থাকায় ওই কিশোরীর সঙ্গে প্রেমের ফাঁদ পাতে ফরহাদ। একপর্যায়ে ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় মোবাইলে ঘরের বাইরে কিশোরীকে ডেকে নিয়ে ফরহাদ ধর্ষণ করে। বিষয়টি রফা করতে গ্রাম্য একটি চক্র কালক্ষেপণ করতে থাকে। এ সুযোগে প্রধান আসামি ফরহাদ পালিয়ে যায়।
পরে ফরহাদের দুই সহযোগীসহ তিনজনকে আসামি করে কিশোরীর বাবা মো. নবুয়ত মহিপুর থানায় মামলা করেন। থানার ওসি সোহেল আহম্মেদ জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হবে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক জাগরণ

Exit mobile version