Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু যুবকের উপর হামলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক হিন্দু যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে।

 

সোমবার (৮ জুন) রাত ১০ টার দিকে কটিয়াদী পশ্চিম পাড়া নিবাসী অরুন বর্মনের ছেলে বিজয় বর্মন (৩০) এই হামলার শিকার হয়েছেন।

এদিন কটিয়াদী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কতিপয় সন্ত্রাসী তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে পথচারীগণ ছুটে এসে তাকে কটিয়াদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত ডাক্তার বিজয় বর্মনের অবস্হা খুব খারাপ বলে জানায়।

কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাংলাদেশ দর্পণ

Exit mobile version