Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, ৪ জুন সন্ধ্যার আগে খেলার সময় প্রতিবেশী কিশোর আজিজুল (১৪) লুডু খেলার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুটি ব্যথায় কান্না করলে তার মা-বাবা বিষয়টি টের পান। শুক্রবার বিকালে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেয়। পরে সন্ধ্যায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য রাতেই তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়েছি। চিকিৎসক এবং অভিযুক্তদের সাথে কথা বলে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে  কিশোরগঞ্জ ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। 

সমকাল

Exit mobile version