Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জের হোসেনপুরে মক্তবে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম পলাতক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজার চৌরাস্তা জামে মসজিদের ইমাম আবদুর রহিম মুন্সীর বিরুদ্ধে মক্তবের শিক্ষার্থী সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর ওই মসজিদের ইমাম আত্মগোপন করেছে।

শ্লীলতাহানির শিকার শিশুটির মা জানান, প্রতিদিনের মতো শিশুটি সোমবার (২৫ নভেম্বর) সকালে মসজিদে মক্তব পড়ানো শেষে ইমাম রহিম মুন্সি সকলকে বিদায় দিয়ে শিশুটিকে মসজিদের পাশে তার শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির ডাক-চিৎকার ও কান্নার শব্দ পেয়ে সহপাঠীরা এসে ঘরের দরজায় ধাক্কা দিয়ে তারাও চিৎকার শুরু করলে রহিম মুন্সি দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। এদিকে একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। মেয়েটির মা গ্রাম্য সালিশে বিচার না পেয়ে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাতে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং মেয়েটি পুলিশের কাছে তার জবানবন্দি প্রদান করেছেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান জানান, তদন্তসাপেক্ষে ওই ইমামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

আলোকিত বাংলাদেশ

Exit mobile version