Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খবির উদ্দিন (২৫) নামে একজনের নামে থানায় মামলা হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকালে মামলাটি করেন নির্যাতনের শিকার ওই নারীর মা।

 

জানা গেছে, ১০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর কাচারীপাড়া গ্রামের এক প্রতিবন্ধী নারী বাড়ির বাইরে হাঁটাহাটি করছিলেন। এ সময় একই গ্রামের আনিছুল ইসলামের ছেলে অটোচালক খবির উদ্দিন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক একটি বেগুনক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে শুনে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে নীলফামারীর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক

Exit mobile version