Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ধর্ষণের পর এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

জানা যায়, ১৬ জুলাই মঙ্গলবার মায়ের সাথে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গাংধোয়ারচর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় পাশের হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে স্মৃতি আক্তার রীমা। রীমা হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

১৭ জুলাই  বুধবার রাতে খাওয়া-ধাওয়ার পর ঘুমিয়ে পড়লেও মাঝ রাত থেকে রীমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশের একটি গাছে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পায় স্বজনরা।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মেয়েটিকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। তার হাত ও পায়ে আঘাতের চিহ্নও রয়েছে।

ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রীমার পরিবার।

চ্যানেল আই অনলাইন

Exit mobile version