Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ, আটক ১

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে একই গ্রামের কানন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৫ এপ্রিল (সোমবার) দুপুরে আটক কানন মিয়াকে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৪ এপ্রিল (রবিবার) বিকেলে ঐ ছাত্রী বাড়ির বাইরে বের হলে একই গ্রামের কানন মিয়া তাকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন কানন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে।

বাংলা জাগরণীয়া

Exit mobile version