Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
 
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বিকেলে কিশোরগঞ্জ আদালত থেকে মামলার কাজ শেষে আটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রাজিব ও মুক্তাদির। এসময় ওই অটোরিকশায় চালকসহ আরো চার জন ছিলেন। পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাজিব ও মুক্তাদিরকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
নিহতরা হলেন-কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার চারিগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রাজিব (২৫) ও একই এলাকার মো. মুক্তাদির (৬০)।
 
আহতরা হলেন-কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার জয়সিদ্ধি এলাকার জিতু মিয়ার ছেলে মো. মনিরুল (৩৩), করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. জাহিদ (২৬) ও একই এলাকার এরশাদ (২২) এবং অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
Exit mobile version