Site icon অবিশ্বাস

কিশোরগঞ্জে হেফাজত নেতাকর্মীদের হামলা ও ভাংচুর

নারায়ণগঞ্জে হেফাজতের যুগ্ম মহসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে হামলা ও ভাংচুর চালিয়েছে দলটির নেতাকর্মীরা। এসময় ৫ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। 

 

শনিবার (৩ এপ্রিল) কুলিয়ারচর উপজেলা সদরে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে১১ টা পর্যন্ত দফায় দফায় ওই হামলা ও সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধের প্রতিবাদে হেফাজত কর্মীরা লাঠি সোটা নিয়ে মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফিরে যাবার সময় হঠাৎ করেই উশৃঙ্খল হয়ে উঠে। সেসময় থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। এদিকে, পুলিশ বাধা দিলে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হেফাজত কর্মীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পুলিশ।

সময় নিউজ টিভি

Exit mobile version