Site icon অবিশ্বাস

কুমিল্লার নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানায় সেই তরুণী লিখিত অভিযোগ করলে পুলিশ ২২ জানুয়ারি বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া তেতৈয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাহিনকে (৩০) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গ্রামে মুদি মালের ব্যবসা করে। সম্প্রতি তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে পাশ্ববর্তী বাড়ির স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে নির্জন স্থানে তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ব পশ্চিম

Exit mobile version