Site icon অবিশ্বাস

কুমিল্লার মুরাদনগরে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মুরাদনগরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

১৮ মার্চ বুধবার রাতে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৯ মার্চ) ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হানিফ নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর গ্রামের ওই ছাত্রীকে পার্শ্ববর্তী কাজিয়াতল গ্রামের আলী আহম্মদের ছেলে মো. হানিফ প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ১৭ মার্চ মঙ্গলবার বিকালে ওই বখাটেসহ তার দুই বন্ধু মিলে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার নূরমানিকচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে একদিন পর ছেড়ে দেয়। এ নিয়ে ওই ছাত্রীর মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ঘটনায় জড়িত মো. হানিফকে গ্রেফতার করে।

যুগান্তর

Exit mobile version