Site icon অবিশ্বাস

কুমিল্লার হোমনায় বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

কুমিল্লার হোমনায় বিধবাকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।  ২৬ এপ্রিল রোববার এক সন্তানের জননী ওই বিধবাকে পাঁচ বন্ধু মিলে রাতভর ধর্ষণ করে। ২৭ এপ্রিল সোমবার সকালে পালিয়ে হোমনা থানায় গিয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী।

 

এ মামলায় উপজেলার ভিটি কালমিনা গ্রামের রূপ মিয়ার ছেলে রুবেল, ইউসুফ মিয়ার ছেলে শরিফ মিয়া, মনু মিয়ার ছেলে সজীব ওরফে ডিজে ও মিজানুর রহমানের ছেলে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার গাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের ওই বিধবা রোববার সন্ধ্যায় সন্তানের জন্য খাবার কিনতে দোকানে যাচ্ছিলেন। পথে অভিযুক্তরা তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে সজীব ওরফে ডিজের বাড়িতে নিয়ে যায় এবং ইয়াবা সেবন করায়। পরে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

ওসি আবুল কায়েস আকন্দ বলেন, এ মামলায় আরেক আসামি একই গ্রামের রফিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সমকাল

Exit mobile version