Site icon অবিশ্বাস

কুমিল্লায় জেএমবি সদস্য গ্রেফতার

কুমিল্লা থেকে চার্জশীটভুক্ত পালাতক এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত হলেন, মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৭)। ১৪ ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩ টায় কুমিল্লার দেবিদ্বার থানার ছোটনা সাকিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার ভবাইনগর খাড়িপাড়া গ্রামে।

এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া সূত্র ডিএমপি নিউজকে জানায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন সক্রিয় সদস্য। ২০১৬ সালে ১ মে তার নামে নীলফামারী সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ জানুয়ারি নীলফামারী সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে উক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। সে উক্ত মামলার চার্জশীটভুক্ত পালাতক জেএমবি সদস্য।

এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া সূত্র ডিএমপি নিউজকে আরো জানায়, গ্রেফতারকৃতের বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাছাই বাছাই শেষে ১৫ ফেব্রুয়ারি, ২০২০ নীলফামারী সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ডিএমপি নিউজ

Exit mobile version