Site icon অবিশ্বাস

কুমিল্লায় ৩৩টি সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে পূজামণ্ডবে হামলা ও ৩৩টি সরস্বতী মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে। ১৫ জানুয়ারি বুধবার রাত সাড়ে ১২টায় রামচন্দ্রপুর খান পাড়ার শাহজাহার মিয়ার ছেলে অপুর নেতৃত্বে পাঁচজনের একটি সন্ত্রাসীদল একত্রিত হয়ে রামচন্দ্রপুর পাল বাড়ী হরি পদ পালের ৩৩টি সরস্বতী মূর্তি ভেঙ্গে ফেলেছে বলে জানা গেছে।

এব্যাপারে বাঙ্গরা বাজার থানায় হরিপদ পাল বাদী হয়ে ৫জনকে আসামী করে বাঙ্গরাবাজার থানায় গতকাল মূতিমন্ডব ভাংচুর অভিযোগ দাখিল করেন। মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক নিত্যানন্দন রায় ও সাধারণ সম্পাদক রাম প্রসাদ দেব ও রামচন্দ্রপুর ইউপি’র সদস্য নরেশ চন্দ্র পাল রামচন্দ্রপুর পাল পাড়া হরি পদ পাল বাড়ীর স্বরসতি মূর্তির মাথা ভাংচুর দৃশ্য পরিদর্শন করেছেন। তারা বলেন, সন্ত্রাসীরা যেই হউক অভিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় আনা হউক।

বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান বলেন, সরস্বতী মূর্তির মাথা ভাঙ্গার অভিযোগে অপু নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের কুমিল্লা

Exit mobile version