Site icon অবিশ্বাস

কুমিল্লা: দেবিদ্বারে ট্রাক্টরচাপায় নারীর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চান্দপুর সড়কে ট্রাক্টরচাপায় আয়শা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার চান্দপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত আয়শা আক্তার ওই চান্দপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাটিবোঝাই করে একটি ট্রাক্টর ওই সড়কে দিয়ে যাচ্ছিলো। এসময় সেটি পথচারী আয়শাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

বাংলা নিউজ

 

Exit mobile version