কুলাউড়া উপজেলার ঝুকিঝুরী পুঞ্জিতে বসবাসরত ৮৮টি খ্রীস্টান পরিবারের বসতভিটা দখল করতে একটি কুচক্রীমহল চেষ্টা চালাচ্ছে। নিজেদের ভূ-সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খ্রীস্টান পরিবারের লোকজন রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছে। অভিযোগে জানা যায়, একটি প্রভাবশালী মহল খ্রীস্টান পরিবারগুলোকে উচ্ছেদ করে তাদের ভিটামাটি দখল করে নিতে নানাভাবে চেষ্টা চালায়। ৫০ বছরের অধিককাল যাবত এই পুঞ্জি এলাকায় খ্রীস্টান পরিবারগুলো বসবাস করছে। ১৯৯৭ সালে কুচক্রীমহল জাল দলিল তৈরি করে সাবজজ আদালত মৌলভীবাজারে একটি মামলা দায়ের করে। এর প্রতিকার হিসাবে খ্রীস্টান পরিবারের পক্ষে ভূমি রক্ষার জন্য হাইকোর্ট থেকে স্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ করা হয়।
জনকণ্ঠ, ৬ জুন ২০০২