Site icon অবিশ্বাস

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রী ‘ধর্ষণ চেষ্টায়’ আটক ১

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে রাকিবুল নামে এক যুবককে আটক করেছে, তবে মূল অভিযুক্ত পলাতক রয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কুমারখালী উপজেলার মধুপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

 

আটক রাকিবুল (২২) কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের আফান উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ওই স্কুলছাত্রী বাড়ির পেছনে গোবরের লাঠি আনতে গেলে ওঁৎ পেতে থাকা ওই এলাকার ফারুক হোসেন এবং রাকিবুলসহ আরো দুজন দেশীয় অস্ত্র ঠেকিয়ে মুখ চেপে ধরে একটি আমবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থী ঘটনার মূলহোতা ফারুকের হাতে কামড় দিয়ে চিৎকার করতে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

ঢাকা টাইমস

Exit mobile version