Site icon অবিশ্বাস

কুষ্টিয়ার খোকসায় ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত ১ , আহত ১৭

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত আবদুর রাজ্জাক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৩০ মে শনিবার রাতে খোকসা থানার ওসি জহুরুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে শনিবার বিকালে মারা যান। নিহত ব্যক্তি মানিকাট গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

জানা গেছে, ২৯ মে শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার জামে মসজিদের নেতৃত্ব ও ইমান নিয়োগ নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

পরে মসজিদ থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এ হামলায় দুপক্ষের প্রায় ১৭ জন আহত হন।

থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবদুর রাজ্জাকের অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনালের হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার একপর্যায়ে তিনি মারা যান।

যুগান্তর

Exit mobile version