Site icon অবিশ্বাস

কুষ্টিয়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে রফিক উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন, যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রফিক কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের দাউদ আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। পরে পুলিশ ও ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করা হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সাহেব আলীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহত রফিকের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

যুগান্তর

Exit mobile version